লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৭০ কোটি ২৫ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ১১ লাখ ০৯ হাজার টাকার।
৩২ কোটি ২১ লাখ ১২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এডিএন টেলিকম, সি পার্ল হোটেল, খান ব্রাদার্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন এবং সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেড।