আজ: সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ইং, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ জুলাই ২০২৩, বৃহস্পতিবার |

kidarkar

ভাই তোমাকে ভালোবাসি : সালমানকে শাহরুখ

বিনোদন ডেস্ক: নতুন সিনেমা জওয়ানের জন্য বলিউড বাদশাহ শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়েছেন সালমান খান।

ভারতীয় গণমাধ্যম এইসময়ের খবরে জানানো হয়, বুধবার শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়েছেন সালমান খান। এমনকি সিনেমার প্রথম টিকিটও বুক করেছেন ভাইজান। বিপরীতে সালমান খানকে ধন্যবাদও জানিয়েছেন বলিউড বাদশাহ।

মঙ্গলবার ছবিটির প্রিভিউ শেয়ার করে সালমান লিখেন, ‘পাঠান জওয়ান হয়ে গেল। অসামান্য ট্রেলার। দারুণ লেগেছে। এখন এই ধরনের সিনেমা আমাদের শুধুমাত্র প্রেক্ষাগৃহে দেখা উচিত। আমি নিশ্চিত এটা প্রথম দিন থেকেই মন কাড়বে। খুব আনন্দ লাগছে।’

সালমান খানের এই বার্তায় প্রতিক্রিয়া জানিয়ে শাহরুখ লিখেন, ‘পেহলে ভাই। এইজন্য তোমাকেই প্রথম দেখিয়েছি। তোমায় শুভেচ্ছা এবং তার থেকেও বড় কথা ইতিমধ্যেই প্রথম টিকিটও বুক করার জন্য ধন্যবাদ। তোমাকে ভালোবাসি।’

আসন্ন ছবিতে শাহরুখ ছাড়াও নয়নতারা এবং বিজয় সেতুপতিও অভিনয় করেছেন এবং নির্মাতাদের প্রশংসাও করেছেন সালমান খান।

জওয়ান হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি এর আগে ২ জুন প্রিমিয়ার হওয়ার কথা ছিল। ছবিটির প্রযোজনা করেছেন গৌরী খান এবং সহ-প্রযোজনা গৌরব গুপ্তার।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.