কতটা ভালো করছি অবসরের পর বোঝা যাবে : সাকিব
স্পোর্টস ডেস্ক : মাঠে নামলেই রেকর্ড গড়েন মুড়িমুড়কির মতো। দেশের সেরা তো বটেই, সাকিব আল হাসান মডার্ন ডে ক্রিকেটের অন্যতম গ্রেট। দেশের হয়ে অর্জনের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও সমৃদ্ধ তার ক্যারিয়ার। এত অর্জনের পরও সাকিব যেন ঠিক বুঝতে পারছেন না, কোন উচ্চতায় আছেন তিনি।
বাংলাদেশকে বারবার গর্বের মুহূর্ত এনে দেওয়া সাকিব মনে করেন, ক্রিকেট ছেড়ে দেওয়ার পরই অনুধাবন করতে পারবেন খেলোয়াড় হিসেবে তিনি কতটা ভালো করেছেন। আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ শুরুর আগে সিরিজ পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজের পারফরম্যান্স ও লক্ষ্য নিয়ে কথা বলেন তিনি।
সাকিব বলেন, ‘লক্ষ্য আসলে জানি না। বিশ্বকাপ পর্যন্ত চেষ্টা করব যত বেশি অবদান রাখতে পারি, তখন পরের পরিকল্পনা করতে পারব। যেকোনো রেকর্ডই অনুপ্রেরণা দেয়। নিজের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো করার প্রেরণা কাজ করে।’
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবই একমাত্র ক্রিকেটার যার আছে ১৪ হাজার রান সাথে ৬০০ বা তারও বেশি উইকেট। দুই বিভাগেই দলের হয়ে অবদান রাখতে পেরে সাকিবের চোখেমুখে তৃপ্তির উপস্থিতি, ‘দিনশেষে কতটা ভালো হয়েছে অবসর নেওয়ার পর বোঝা যাবে। আমি সবসময় দলের জন্য অবদান রাখতে চাই। যেহেতু দুইটা সাইড, দুই সাইডেই অবদান রাখতে পেরেছি দেশের হয়ে এটাই ভালো লাগে।’
ক্যারিয়ার শেষে নির্দিষ্ট কোনো মাইলফলক দেখার ইচ্ছা না থাকলেও বিশ্বকাপে সাকিব আবারও হয়ে উঠতে চান অতিমানবীয়, দিয়ে রাখলেন সেই ইঙ্গিত। তিনি বলেন, ‘এমন কোনো নাম্বার না যেটা আমি চাইই। তবে বিশ্বকাপ আসলে অবশ্যই চাই কিছু নাম্বার যেন হয়।’