আজ: সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ইং, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ জুলাই ২০২৩, শনিবার |

kidarkar

পেটে গণ্ডগোল, মুখ্যমন্ত্রীকে কথা শোনালেন পরিচালক

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় নির্মাতা হানসাল মেহতা। সম্প্রতি পানীয় জলের কারণে পাকস্থলীতে সংক্রমণ হয়েছে তার। বিষয়টি নিয়ে এতটাই বিরক্ত এই পরিচালক যে, শেষমেশ কথা শোনাতে ছাড়েননি মুম্বাইয়ের মুখ্যমন্ত্রীকেও।

এ নির্মাতার অভিযোগ, পরিশোধিত পানি সরবরাহ করতে ব্যর্থ মহারাষ্ট্র সরকার। টুইটে মুম্বাই পৌরসভাসহ মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকেও একহাত নিয়েছেন হানসাল মেহতা।

টুইটে তিনি লেখেন, ‘পেটে ভয়ংকর সংক্রমণ ঘটেছে আমার। কিছু খাওয়ার আগে থেকেই এই সমস্যা হচ্ছিল। আমাদের পারিবারিক চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারি, রোজ অন্তত ১০ জন করে পেটের সমস্যা নিয়ে চিকিৎসা করাতে আসছে। সকলের এই একই উপসর্গ। তাদের মধ্যে কেউ কেউ হাসপাতালে ভর্তি। পানীয় জলে একধরনের পোকা-মাকড় থেকেই এই সমস্যা হচ্ছে সম্ভবত। মুম্বাইকে দেশের অর্থনৈতিক রাজধানী বলা হয়। দু-দুজন উপমুখ্যমন্ত্রী। তাও শহরবাসীদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে ব্যর্থ তারা।’

এখানেই অবশ্য থামেননি হানসাল মেহতা। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শুরু করে একনাথ শিণ্ডে, দেবেন্দ্র ফড়নবিশ, অজিত পাওয়ার সকলকে ট্যাগ করে লিখেছেন, ‘খারাপ রাস্তাঘাট, যানজট, বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার কোনোরকম পরিকাঠামোর অভাবের কথা তো ছেড়েই দিলাম। আর মুম্বাই এমন কিছু লোকজনদের দ্বারা পরিচালিত হচ্ছে যারা সাধারণ মানুষের কথা ভেবেও দেখেন না। শুধু ক্ষমতার আস্ফালন প্রদর্শন করতে আর কোষাগার ভরতে ব্যস্ত তারা। লজ্জাজনক পরিস্থিতি।’

পরিচালকের এই টুইট আপাতত দাবানল গতিতে ভাইরাল। তাকে সমর্থন জানিয়ে রিটুইট করেছেন বহু মানুষ।

প্রসঙ্গত, সম্প্রতি মিনি টিভি সিরিজ ‘স্কুপ’-এর কল্যাণে আলোচনায় রয়েছেন এই নির্মাতা। এর আগে হলি আর্টিজানের ঘটনা নিয়ে বলিউড সিনেমা ‘ফারাজ’ বানিয়ে বাংলাদেশেও আলোচনায় আসেন হানসাল মেহতা।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.