আজ: বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ইং, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ জুলাই ২০২৩, শনিবার |

kidarkar

আ. লীগের অধীনে নির্বাচনে যাবে না, ইইউকে জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাবে না বলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ৮টি দেশের কূটনীতিকদের জানিয়েছে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি।

আজ রোববার দুপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই কথা বলেন।

এর আগে বিএনপির প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ৮টি দেশের কূটনীতিকদের বৈঠক করেন। এদিন সকাল ১০টায় গুলশান-২ এ ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসায় বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা রুদ্ধদার বৈঠক চলে।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মানবাধিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

আলোচনার বিষয়বস্তু কী ছিল জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু সাংবাদিকদের বলেন, ‘আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সারা বিশ্বের যত গণতান্ত্রিক দেশ আছে-সবাই বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারই অংশ হিসেবে তারা দেখছেন দেশের বর্তমান গণতান্ত্রিক অবস্থা কী, মানবাধিকার, আইনের শাসন, বাক-স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং আগামী নির্বাচন নিয়ে দুএকটি শঙ্কা কাজ করছে দেশের ভেতরে ও বাইরে। সেটার ওপরে স্বাভাবিকভাবে তাদের দৃষ্টি আছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আজকের আলাপ।’

নির্বাচনকালীন সরকারের বিষয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। এখানে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অবৈধ দখলদার সরকার বসে আছে, এই প্রেক্ষাপটে আলোচনা হচ্ছে। এই প্রেক্ষাপট থাকার কারণেই আলোচনা হচ্ছে। আগামী নির্বাচনে যদি দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে বাংলাদেশ যে সংকটের দিকে যাবে সেই শঙ্কা দেশের ভেতরে যেভাবে কাজ করছে, দেশের বাইরেও কাজ করছে। সেই শঙ্কা থেকে তারা জানতে চাচ্ছে, কীভাবে আগামী নির্বাচন হতে যাচ্ছে। কীভাবে এটাকে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক করা যায়; সবার উদ্দেশ্য একটা, বাংলাদেশের মানুষের যে চিন্তা নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন, যার মাধ্যমে একটি নির্বাচিত সংসদ হবে, একটি নির্বাচিত সরকার হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে সেই আলোচনাটা হচ্ছে।’

‘ক্ষমতাসীন দলের সঙ্গে কী আলোচনা হয়েছে সেটা বলতে পারবো না,’ এক প্রশ্নের জবাবে বলেন আমীর খসরু।

নির্বাচনের বিষয়ে বিএনপির অবস্থান আপনারা ইউরোপীয় ইউনিয়নকে পরিষ্কার করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, সেটা আমরা খোলাখুলিভাবে বলেছি। বিশ্বের যারা বাংলাদেশের ওপর নিবিড়ভাবে কাজ করছে, পর্যবেক্ষণ করছে সবার আছে এটা পরিষ্কার করা হয়েছে যে, বর্তমান অবৈধ দখলদার, অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি, তাদের সরকার, তাদের সংসদ নির্বাচিত করতে পারবে না। এই বিষয়টা পরিষ্কার করে প্রতিনিয়ত যেভাবে বলা হচ্ছে, তাদেরও জানা আছে।’

তিনি আরও বলেন, ‘এটার কারণগুলো সবার কাছেই জানা আছে। এমন না যে একটা কথা বলা হয়েছে, এই কথার পেছনে যে কারণগুলো আছে সেই কারণগুলো এখন আলোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে।’

বিষয়গুলো নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কী মনে করে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘তারা কী মনে করেন সেটা তারাই বলতে পারবেন।’

গত ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন ঢাকায় ইইউ কূটনীতিকেরা। ওই বৈঠকে কূটনীতিকদের ৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঢাকায় ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.