‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ব্যাংকারদের পেশাগত উৎকর্ষ সাধন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক সিনিয়র ব্যাংকারদের সাথে গতকাল শনিবার মতবিনিময় সভা করেছে ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান। ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ এর সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সিএফও ড. তাপস চন্দ্র পাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
রাজধানীর বাংলা মোটরে উন্নয়ন সমন্বয় কার্যালয়ের খোন্দকার ইব্রাহিম খালেদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ, মাইনউদ্দিন আহমদ, নির্মল চন্দ্র ভক্ত, কাজী এনায়েত হোসেন, জীবন কৃষ্ণ রায়, সাবেক ডিজিএম বীর মুক্তিযোদ্ধা মোঃ মনজুর উল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন খান রাজীব, বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংকের সাবেক সভাপতি নেছার আহমেদ ভূঁইয়া, আশুতোষ সাহা ও দুলাল চন্দ্র সরকার প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, ব্যাংকারদের জন্য হাসপাতাল করার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তা বাস্তবায়নে পাশে থাকার প্রতিশ্রæতি দেন। পাশাপাশি ব্যাংকারদের জন্য একটি ব্যাংক করতে ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের উদ্যোগেরও প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে ড. আতিউর রহমানের নতুন প্রকাশিত গ্রন্থ ‘নেতৃত্ব ও উন্নয়ন’ এর পাঠোন্মোচন করা হয়।