আজ: শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ইং, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ জুলাই ২০২৩, রবিবার |

kidarkar

এ. খাঁন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা শীর্ষক এক অনুষ্ঠানের

নিজস্ব প্রতিবেদক: ১৫ জুলাই ২০২৩ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন রসুল্লাবাদ ইউ. এ. খাঁন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি ব্যাচ ২০০১ কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষকদের ব্যবহার্যে প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি নামক শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব একরামুল ছিদ্দিক, বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান খন্দকার মনির হোসেন ও সাবেক চেয়ারম্যান জনাব আলী আকবর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসুল্লাবাদ ইউ. এ. খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আইনুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২০০১ ব্যাচের শিক্ষার্থী জনাব মোঃ উজ্জল আহাম্মেদ। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধী বৃক্ষের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব একরামুল ছিদ্দিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের ২০০১ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ জনাব মোঃ জাকির খান, জনাব নজরুল ইসলাম, জনাব সুব্রত দাস, ইঞ্জিনিয়ার জনাব মোঃ কামাল হোসেন, সাংবাদিক রাসেল আহম্মেদ সোহাগ, জনাব সৈকত আহাম্মেদ-সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব একরামুল ছিদ্দিক বলেন, ২০০১ ব্যাচ কর্তৃক আয়োজিত উক্ত কার্যক্রম সত্যিকার অর্থে প্রসংশার দাবিদার। ২০০১ ব্যাচের মত স্কুলের অন্যান্য ব্যাচগুলোও যদি বিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে আসে তাহলে এই বিদ্যালয়ের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।

সভাপতির বক্তব্যে রসুল্লাবাদ ইউ. এ. খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আইনুল হক ২০০১ ব্যাচের সকল শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.