জিম আফ্রো লিগে একই দিনে তাসকিন-মুশফিকের হার
স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়েতে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। জিম আফ্রো টি-টেন লিগ নামের এই টুর্নামেন্টে খেলছেন বাংলাদেশের তাসকিন আহমেদ এবং মুশফিকুর রহিম। এ দুই টাইগারের দলই গতকাল নিজেদের ম্যাচে পরাজিত হয়েছে।
মুশফিকের দল জোবার্গ বাফেলোস এর আগের ম্যাচে হারিয়েছিল তাসকিনের বুলাওয়ে ব্রেভসকে। সেদিন ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন মুশফিক। করেছিলেন ২৩ বলে ৪৬ রানের এক ইনিংস। মারকুটে ব্যাটিং তিনি করেছেন গতকালও। তবে আউট হয়েছেন দ্রুতই।
ডারবান কালান্দার্সের বিপক্ষে গতকালের ম্যাচে কাল ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল জোবার্গ। উইল স্মিথ, ইউসুফ পাঠান, অধিনায়ক মোহাম্মদ হাফিজ, কেউই এদিন দলের হাল ধরতে পারেন নি। অষ্ট ওভারে আউট হয়ে যান মুশফিকও। তবে সাজঘরে ফেরার আগে খেলেছেন ১২ বলে ১৯ রানের এক ঝড়ো ইনিংস। শেষ পর্যন্ত ইংলিশ ব্যাটার টম ব্যান্টনের ৫৫ রানের ঝড়ো ইনিংসে ৯৪ রান তোলে জোবার্গ। লক্ষ্যে ব্যাট করতে করতে নেমে আফগান ব্যাটার হযরত উল্লাহ জাজাইয়ের ঝড়ো ইনিংসে পাঁচ বল বাকি থাকতেই জিতে যায় ডারবান।
এদিকে দিনের অন্য ম্যাচে কেপটাউনের কাছে ৮ উইকেটে হেরেছে তাসকিনের বুলাওয়ে। টসে জিতে এদিন আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে মাত্র ৮৬ রান তুলতে পারে তারা। তবে ম্যাচ হারলেও এদিন অবশ্য বল হাতে নিজের প্রথম ওভারেই ঝলক দেখিয়েছেন বাংলাদেশি স্পিডস্টার।
দুর্দান্ত এক ডেলিভারিতে প্রথম ওভারেই আউট করেন কেপটাউনের ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে। তবে এরপর আর কোনো উইকেটের দেখা পাননি তিনি, ২ ওভারে দিয়েছেন ১৮ রান। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি জিতে যায় প্রতিপক্ষ।
টুর্নামেন্টের এবারের আসরে এখনো তিনটি ম্যাচ খেলেছে তাসকিনের বুলাওয়ে যার দুইটিতেই পরাজিত হয়েছে তারা। অন্যদিকে মুশফিকের দল জোবার্গ দুইটি ম্যাচে খেলে জয় পেয়েছে একটিতে।