নিজস্ব প্রতিবেদক: শ্রীলংকান হলিডেজ অফারকৃত বিভিন্ন হলিডে প্যাকেজ ক্রয় করলে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) কার্ডধারীদের বিশেষ মূল্যছাড় দেয়া হবে।
সম্প্রতি, ঢাকায় এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের পর বিনিময় করছেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং শ্রীলংকান হলিডেজের বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি সায়মন হলিডেজের মহা-ব্যাবস্থাপক মোঃ ইউসুফ সোহেল।
ইবিএল ব্যাংকাস্যুরেন্স এবং স্টুডেন্ট ব্যাংকিং ও রিটেইল প্রপোজিশন প্রধান মোঃ বিন মাজিদ খাঁন এবং সায়মন হলিডেজের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ সবরুল হক জায়গীরদার এসময় উপস্থিত ছিলেন।