দরপতনের শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯৯৮ বারে ১৩ লাখ ৮ হাজার ৫৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৫০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানেখান ব্রাদার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ১৮৫ বারে ৪৫ লাখ ৬২ হাজার ২৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ২৫০ বারে ৬৪ লাখ ৯২ হাজার ৯৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৮৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মিডল্যান্ড ব্যাংকের ৮.৬৪ শতাংশ, ফার কেমিক্যালের ৮.২৬ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৭.৮৮ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭.৮৫ শতাংশ, অলিম্পিক এ্যাক্সেসরিজের ৭.৪৩ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৭.৩৯ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ৭.৩২ শতাংশ শেয়ারদর কমেছে।