হিন্দাল শারক্বীয়ার’ আমিরসহ গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের লৌহজং থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
শনিবার (২৩ জুলাই) দিনগত রাতে লৌহজং উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-১০ ও র্যাব সদর দপ্তরের আভিযানিকদল।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (শ্রীনগর ক্যাম্প) সাইফুর রহমান বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, লৌহজং উপজেলার একটি বাড়িতে ভাড়ায় দুই সহযোগীকে নিয়ে অবস্থান করছিলেন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির মো. আনিসুর রহমান ওরফে মাহমুদ। তাদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে প্রেসব্রিফিং করা হবে।