১৩০০ শাখা-উপশাখায় সারা দশেব্যাপী বৃক্ষরোপণ র্কমসূচরি আয়োজন করলো আইএফআইসি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: “বৃক্ষ হোক জীবনরে ছায়াসঙ্গী” এই স্লোগানকে প্রতপিাদ্য করে আগামীর সমৃদ্ধ বাংলাদশে গড়ার লক্ষ্যে সারা দশেব্যাপী বৃক্ষরোপণ র্কমসূচি শুরু করছেে শাখা-উপশাখায় দশেরে বৃহত্তম ব্যাংক আইএফআইসি।
সবুজায়নরে অঙ্গীকারে ব্যাংকরে ১৩০০ শাখা-উপশাখায় এই র্কমসূচি মাসব্যাপী পরচিালতি হবে। ২৬ জুলাই, ২০২৩ (বুধবার), সকাল ১১:০০টায় আইএফআইসি ব্যাংক-এর ব্যবস্থাপনা পরচিালক ও প্রধান নর্বিাহী শাহ আলম সারওয়ার ও বশিষ্টি নাট্যজন রামন্দেু মজুমদার আইএফআইসি টাওয়ার প্রাঙ্গণে বনজ, ফলজ ও ঔষধি গাছরে চারা রোপণরে মাধ্যমে এই র্কমসূচরি আনুষ্ঠানকি উদ্বোধন করনে। এ সময় শাহ আলম সারওয়ার বলনে, “দশেব্যাপী ছড়য়িে থাকা আমাদরে শাখা-উপশাখাগুলোতে র্কমীরা উৎসবমুখর পরবিশেে এই বৃক্ষরোপণ র্কমসূচি শুরু করছেে যটেি মাসব্যাপী চলমান থাকবে। এই সবুজায়নরে ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বভিন্নি প্রতষ্ঠিানকে বনিামূল্যে গাছরে চারা প্রদান করা হচ্ছ”
সাংস্কৃতকি ব্যক্তত্বি রামন্দেু মজুমদার আইএফআইসি ব্যাংকরে পরবিশেরে প্রতি সচতেনতামূলক এই উদ্যোগকে সাধুবাদ জানয়িে বলনে, “শাখা-উপশাখাতে বৃক্ষরোপণরে পাশাপাশি আইএফআইসি বনিামূল্যে চারা বতিরণরে যে র্কাযক্রম গ্রহণ করছেে সটেি প্রশংসনীয়”। অনুষ্ঠানে আরও উপস্থতি ছলিনে আইএফআইসি ব্যাংকরে উপ-ব্যবস্থাপনা পরচিালকবৃন্দসহ অন্যান্য র্ঊধ্বতন র্কমর্কতাগণ।
বশ্বি জলবায়ু চ্যালঞ্জে মোকাবলোয় দশেজুড়ে ছড়য়িে থাকা আইএফআইসি ব্যাংকরে প্রতটিি শাখা-উপশাখার মাধ্যমে বভিন্নি স্থানে বৃক্ষরোপণ করা হবে। টকেসই বাংলাদশে গড়ে তোলার লক্ষ্যে ও জলবায়ু পরর্বিতনরে নতেবিাচক প্রভাব নয়িে গণমানুষরে মাঝে সচতেনতা বৃদ্ধি করা এই র্কমসূচরি মুখ্য উদ্দশ্যে।