ইবিএল ও এসটিএস ক্যাপিটালের পে-রোল ব্যাংকিং চুক্তি
নিজস্ব প্রতিবেদক: ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং এসটিএস ক্যাপিটাল লিমিটেড সম্প্রতি ঢাকায় এসটিএস কর্পোরেট কার্যালয়ে একটি পে-রোল ব্যাংকিং চুক্তি সম্পাদন করেছে।
চুক্তির অধীনে এসটিএস ক্যাপিটালের দুটি অঙ্গপ্রতিষ্ঠান গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল এবং এডুকো বাংলাদেশ লিমিটেদের এমপ্লয়ীরা ইস্টার্ণ ব্যাংকের অগ্রাধিকার ব্যাংকিং সেবা পাবেন, যার মধ্যে রয়েছে ইবিএল ডুয়েল কারেন্সী ডেবিট কার্ড, আকর্ষণীয় সূদে ঋণ, বিভিন্ন আকর্ষণীয় সুবিধা সম্বলিত ক্রেডিট কার্ডসহ অন্যান্য রিটেইল প্রোডাক্ট ও ব্যাংকিং সেবা। এছাড়াও, এসটিএস ক্যাপিটাল ইবিএল কানেক্ট সেবাও লাভ করার সুযোগ পাবে। উল্লেখ্য, ইবিএল কানেক্ট একটি ডিজিটাল পোর্টাল যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদান ছাড়াও যেকোন সময় কর্পোরেট পেমেন্ট করা সম্ভব।
ইবিএল ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং এসটিএস ক্যাপিটালের প্রধান নির্বাহী মানস কুমার সিং পে-রোল ব্যাংকিং চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় ইবিএল হেড অফ বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অফ পে-রোল ব্যাংকিং নাহিদ ফারজানা, এসটিএস ক্যাপিটালের এজিএম- ফাইন্যান্স সোহরাব উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।