প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং সুবিধা পাবে অ্যাডভেঞ্চারের কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক: প্রাইম ব্যাংক জাপান ডেস্ক সম্প্রতি জাপানের বৃহৎ অনলাইন ট্রাভেল এজেন্সি অ্যাডভেঞ্চার ইনকর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডভেঞ্চার ঢাকা লিমিটেডের সঙ্গে ‘‘প্রাইম পেরোল” চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির ফলে অ্যাডভেঞ্চারের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রাইম ব্যাংকের কনজ্যুমার লোন, ক্রেডিট কার্ড এবং অন্যান্য কনজ্যুমার প্রোডাক্টে বিশেষ সেবা ও সুবিধা পাবেন।
প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ফায়সাল রহমান, ডিএমডি নাজিম এ. চৌধুরী এবং হেড অব জাপান ডেস্ক মাহবুব মুরসালিন’র উপস্থিতিতে ব্যাংকের হেড অব কনজ্যুমার সেলস মামুর আহমেদ ও অ্যাডভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শিগেইউকি হামামোতো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।