নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশের তৃতীয় ম্যানুফ্যাকচারিং ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। গত ৪ জুলাই কোম্পানিটি এ উৎপাদন শুরু করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ম্যারিকোর তৃতীয় ইউনিটের উৎপাদন মিরসরাইয়ের স্পেশাল ইকোনোমিক জোনে শুরু হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের প্রথম প্রান্তিকে ম্যারিকো শেয়ার প্রতি আয় করেছে ৪২ টাকা ১৮ পয়সা।