বেগমগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি যন্ত্রপাতি অনুদান
নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুরে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষি যন্ত্রপাতি অনুদান দিয়েছে। শনিবার (২৯ জুলাই) মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হাসনে আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারটি কৃষি সমবায় সমিতি ও একজন কৃষকের কাছে পাঁচটি পাওয়ার টিলার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন মিন্টু ও বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ খান মতিন। এসময় মার্কেন্টাইল ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী রিজিওনাল হেড ও এসভিপি ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান, মার্কেন্টাইল ব্যাংক সিন্দুরপুর উপশাখা প্রধান ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
গোপালপুর কৃষি সমবায় সমিতির পক্ষে কৃষক মোঃ শহীদ উল্যাহ, গ্রামীণ কৃষি প্রকল্পের পক্ষে ফজলুল হক ফজলু, বারইচতল কৃষি সমবায় সমিতির পক্ষে খায়রুল বাসার বাবুল, প্রান্তিক সমবায় সমিতির পক্ষে মিজানুর রহমান ও কৃষক নুরুল ইসলাম পাওয়ার টিলার গ্রহণ করেন।