আজ: শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ইং, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ জুলাই ২০২৩, সোমবার |

kidarkar

ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল এর বন্ধু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: “Shine a Light” by International Inner Wheel President Trish Douglas I “Stronger Women Stronger World” by Inner Wheel District Chairman Shahana Rafiq (District-328)  -এই দুটি মোটো সামনে রেখে বন্ধু দিবস উদযাপন করেছে ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। এ উপলক্ষ্যে ৩০ জুলাই, রবিবার ইনার হুইল অর্কিড ক্লাব ও সানরাইজ ক্লাবের সঙ্গে যৌথ আয়োজন করে তারা। ইনার হুইল ক্লাব ঢাকা নাইটিঙ্গেল ক্লাবের প্রেসিডেন্ট আফরোজা আক্তার বাবলি ও সেক্রেটারি নাহিদ ফরমানসহ এ সময় নাইটিঙ্গেল ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইনার হুইল ক্লাব নারীদের একটি জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বের প্রায় প্রতিটি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংগঠনের সদস্য ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। সংগঠনটি নারী ও শিশুদের উন্নত জীবন গঠনের পাশাপাশি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে কাজ করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও পরিবেশ উন্নয়ন। একই সঙ্গে বন্ধুত্ব ও অবলম্বন বাড়ানোর প্রত্যয়ে নিয়োজিত রয়েছেন এ সংগঠনের প্রতিটি সদস্য।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.