প্রতিষ্ঠাবার্ষিকীতে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজন
নিজস্ব প্রতিবেদক: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হলো। পতাকা উত্তোলনের মাধ্যমে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের ৩য় বার্ষিকী পদার্পণ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান ‘সৃজনযাত্রার ৩য় বার্ষিকী’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের পুরোধা ব্যাক্তিত্ব রবিন খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. লে. কর্নেল মাহমুদ উল আলম (অব.), বিভিন্ন বিভাগের শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
‘সৃজনযাত্রার ৩য় বার্ষিকী’ র্শীর্ষক প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সংগীত, নাট্যকলা, ফ্যাশন ডিজাইন, ব্যবসায় প্রশাসন ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আলপনা অঙ্কন, পথনৃত্য, আনন্দ শোভাযাত্রা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো’র আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে: রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ভিন্নধারার বিশ্ববিদ্যালয়। মনন ও দর্শনের বিবেচনায় এই বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র। সমাজ-উন্নয়ন, শিক্ষাচিন্তা, ব্যবস্থাপনা-ভাবনা, সংস্কৃতিচর্চা ও নানা সৃজনশীল কর্মে নোবেলবিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদৃষ্টি এই বিশ্ববিদ্যালয়ের পাথেয়। আনুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রেও এখানে নানা ধরনের উদ্ভাবনী পদ্ধতির সংযোজন করা হবে, যাতে শিক্ষাপ্রণালি আনন্দদায়ক হয় এবং উচ্চশিক্ষা উৎকর্ষসাধনের বাহন হয়।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.tuca.edu.bd এবং বিশ্ববিদ্যালয়ের ফেসবুক, লিংকডইন ও টুইটার অনুসরণ করুন।