রূপালী ব্যাংক গাড়ী চালক সমিতির অফিস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: রূপালী ব্যাংক গাড়ীচালক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন অফিসের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক মো. শাহেদুর রহমান ও সহকারী মহাব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের সিবিএ’র সভাপতি মো. রিপন মৃধা, সাধারণ সম্পাদক গোলাম নবী মিন্টু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. সুজাত আলী জাকারিয়া, গাড়ী চালক সমিতির সভাপতি মো. রাসেল ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ গাড়ীচালক সমিতির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।