ডেঙ্গুতে আক্রান্ত হাসান মাহমুদ
স্পোর্টস ডেস্ক: গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন হাসান মাহমুদ। আপাতত জ্বরের মাত্রা কিছুটা কমেছে। তবে পরশু রাতে হাসানের শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। সেই রিপোর্টে জানা যায়, ডেঙ্গু পজিটিভ হয়েছেন তিনি। এ তথ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের এক সূত্র নিশ্চিত করেছে।
আজ আরও একবার রক্ত পরীক্ষা করানোর কথা থাকলেও কিছুটা সুস্থ বোধ করায় সেটি আর করানো হয়নি। আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। যদিও তার প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কিছুটা কম ছিল গতকাল।
এদিকে গতকাল থেকে চলছে রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ। কাল প্রথম দিনে ২০ ক্রিকেটারের স্ক্রিনিং হয়েছে। আজ হয়েছে ১২ ক্রিকেটারের। কিন্তু অসুস্থতার কারণেই এখনো মাঠে আসেননি হাসান।
মেডিকেল পরীক্ষা শেষে ৩ আগস্ট হবে ফিটনেস টেস্ট। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্রামেই থাকতে হবে এই পেসারকে।