ট্রেনে ৪ জনকে খুন, রিমান্ডে গিয়েও স্লোগান
মামলার তদন্তকারী দলের অফিসাররা এ কথা জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার অভিযুক্ত রেল পুলিশ চেতন সিংকে মুম্বাইয়ের বোরিভালির একটি আদালতে উঠানো হয়েছিল। সেখানে পুলিশ অভিযুক্তকে ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানায়। তবে বিচারক আসামিকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
এদিকে অভিযুক্তের আইনজীবী জানান, তার মক্কেলকে আটক করার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও খাবার দেওয়া হয়নি। বলেন, ‘আমার ক্লায়েন্ট ভুল কিছু করেননি। তিনি যা করেছেন নিজের সার্ভিস বন্দুক দিয়েই করেছেন এবং এতে কোনো ভুল নেই। তাকে পুলিশ আটকে রেখে ২৪ ঘণ্টার বেশি খাবার দেয়নি। যদিও আদালত তাকে সময়মতো খাবার দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে উনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত ১৫ জনেরও বেশি প্রত্যক্ষদর্শীর বয়ান নিয়েছে। যার মধ্যে পুলিশ কর্মকর্তা এবং ট্রেনে থাকা সাধারণ যাত্রীরাও রয়েছেন।