আজ: শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ইং, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার |

kidarkar

এশিয়া ও বাংলাদেশ এঞ্জেলস এবং শপআপের বিশেষ আয়োজন

নিজস্ব প্রতিবেদক: দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে এগিয়ে নিতে এক্সেলারেটিং এশিয়া, বাংলাদেশ এঞ্জেলস এবং শপআপ যৌথভাবে দুই দিনব্যাপি এক ইভেন্ট আয়োজন করেছে। সম্প্রতি, মহাখালীতে অবস্থিত শপআপ-এর প্রধান কার্যালয়ে ইভেন্টটি অনুষ্ঠিত হয়।

ইভেন্টের প্রথম দিন এক্সেলারেটিং এশিয়া পিচ নাইট: ঢাকা এডিশন অনুষ্ঠিত হয়। সেসময় বিভিন্ন স্টার্টআপ-এর প্রতিষ্ঠাতারা এক্সেলারেটিং এশিয়া টিমের সামনে তাদের আইডিয়া শেয়ার করে কাঙ্ক্ষিত বিনিয়োগ লাভের সুযোগ পান। এক্সেলারেটিং এশিয়া কোহর্ট ৯-এর সাক্ষাৎকার পর্বে উত্তীর্ণ হয়ে বিজয়ী দল হিসেবে ‘পালস-টেক’ গ্র্যান্ড প্রাইজ – গোল্ডেন টিকেট জিতে নেয়। উক্ত কোহর্টের অংশ হিসেবে, স্টার্টআপগুলো ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগসহ এক্সেলেটরের সকল সুবিধা লাভের সুযোগ পায়।

ইভেন্টের দ্বিতীয় দিন এক্সেলারেটিং এশিয়া ইনভেস্টর হাই টি: ঢাকা এডিশন অনুষ্ঠিত হয়, যা ছিল বিনিয়োগকারীদের জন্য একটি অনন্য নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। ইভেন্টে অংশগ্রহণকারীরা এক্সেলারেটিং এশিয়া’র সহ-প্রতিষ্ঠাতা ও জেনারেল পার্টনার আমরা নাইডু এবং ঢাকা-ভিত্তিক পোর্টফোলিও কোম্পানিগুলোর বিনিয়োগকারী ও অংশীদারদের সাথে সাক্ষাতের সুযোগ পায়।

ইভেন্ট সম্পর্কে শপআপ-এর ফাউন্ডিং মেম্বার এবং চীফ স্ট্র্যাটেজিক অফিসার শাহীন সিয়াম বলেন, “এক্সেলারেটিং এশিয়া ও বাংলাদেশ এঞ্জেলস-এর সাথে এই আয়োজনের অংশ হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। দেশের বৃহত্তর স্টার্টআপ ইকোসিস্টেমে ইতিবাচক পরিবর্তন আনতে, জনসংযোগ বাড়াতে এবং একটি উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনার প্রচারে শপআপ প্রতিশ্রুতিবদ্ধ।”

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.