এমারাল্ড থেকে ১১ লাখ শেয়ার কিনছে জাপানি কোম্পানি
শেয়ারবাজার ডেস্ক: শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১১ লাখ শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছে জাপানি প্রতিষ্ঠান বি-বর্ন কোং লিমিটেড। বুধবার শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এন্ড একচেঞ্জ কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে এমারাল্ড অয়েল। এছাড়াও ঢাকা স্টক একচেঞ্জ ও চট্টগ্রাম ঢাকা স্টক একচেঞ্জকেও জানানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। জাপানি প্রতিষ্ঠান বি-বর্ন এর প্রধান নির্বাহী কর্মকর্তা সিংগো মিয়াওচি এমারাল্ডের শেয়ার হোল্ডার হওয়া সৌভাগ্যের বিষয় জানিয়ে বলেন, অপোরিশোধিত তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান এমারাল্ড অয়েল লিমিটেডের একজন প্রধান ক্রেতা হিসেবে এবং কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক ও কৌশলগত অংশীদার হিসেবে এমারাল্ড অয়েলের শেয়ারহোল্ডার হওয়া আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হবে।
এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এমরাল্ডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল আলম এবং বি-বর্নের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সিংগো মিয়াওচি।
এতদিন শুনছিলাম শেয়ার বাজারে জাপানি বিনিয়োগ আসবে। এখনতো চলেই আসল।। আগামিকালের হট কেক হবে মনে হয়। শুধু ১১ লাখ হবে না ১১ লাখ দিয়ে শুরু হচ্ছে মনে হচ্ছে।
শেয়ারবাজারের জন্য অত্যন্ত সুখব।
নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার উপদেষ্টা জনাব সালমান এফ রহমানে এরুপ বিনিয়োগসহ শেয়ারবাজার উন্নয়নে কাজ করবেন বলে জনগন আশা করে।
Good