নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রাক ব্যাংক লিমিটেড আর্নিংস কল ডেকেছে। আগামী ১০ আগস্ট, বৃহস্পতিবার রাত ৮টায় ডিজিটাল প্লাটফর্মে এটি অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ওই প্রোগ্রামে গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল উপস্থাপন করা হবে। বিনিয়োগকারী ও বিশ্লেষকদের প্রশ্নএর উত্তর ও নানা বিশ্লেষণ থাকবে এতে।
আর্থিক প্রতিবেদন সম্পর্কে যেকোনো প্রশ্ন কোম্পানিটি ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করেছে।