মরক্কোয় মিনিবাস খাদে পড়ে নিহত ২৪ জন হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোয় একটি পার্বত্যাঞ্চলে মিনিবাস গভীর খাদে পড়ে ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার আলতাস পর্বতের পাদদেশে দেমনেত শহরের রাস্তায় ঘটা এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। খবর আল-জাজিরার
প্রতিবেদনে বলা হয়েছে, মিনিবাসটি লোকজনকে মরক্কোর কেন্দ্রস্থলে একটি বাজারে নিয়ে যাচ্ছিল। সে সময় একটি বাঁকে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর ছবিতে খাদের অতলে ভাঙাচোরা মিনিবাসটি পড়ে থাকতে দেখা গেছে।
দেমনেত হাসপাতালের পরিচালক ইউসেফ মাখলুফি মরোক্কোর সরকারি সম্প্রচারমাধ্যম ২এম-কে বলেছেন, সব যাত্রীই মারা গেছেন। তাদের মধ্যে দুই নারী এবং এক শিশুও আছে।
আন্তর্জাতিক পরিবহন ফোরামের তথ্যানুযায়ী, ২০২০ সালে মরক্কোর রাস্তায় দিনে গড়ে ৮ জন মানুষ প্রাণ হারিয়েছে।