দুই কোম্পানির শেয়ারে ঝুকছেন বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির শেয়ারে ঝুকছেন বিনিয়োগকারীরা। শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানি দুইটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি দুইটির মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। কোম্পানিটির গতকালের সমাপনী মূল্য ছিলো ১১ টাকা ২০ পয়সা। আজ শেয়ারটির লেনদেন দর শুরু হয়েছে ১১ টাকা ৫০ পয়সায়। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১২ টাকা ৩০ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ারের দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়েছে।
এ সময় পর্যন্ত কোম্পানিটি ১৯ লাখ ৫২ হাজার ৮৬৭টি শেয়ার ৬৮৬ বার হাতবদল করেছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার টাকা।
এছাড়াও ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিটির শেয়ারের দর ১ টাকা বা ৯.১৭ শতাংশ বেড়েছে।