সূর্যের নৈপুণ্যে সিরিজ ভারতের
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। আগ্রাসী ক্রিকেটের চেনা ছন্দে ফিরেছে দলটি। এদিন ব্যাটিং-বোলিং দুই ইউনিটেই দেখিয়েছে দাপট। তাতে প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে জয়ের পর সিরিজ বাচিয়ে রাখছে ভারত। প্রোভিন্সে এদিন আগে ব্যাট ১৫৯ রান সংগ্রহ করেছিলেন টি-টোয়েন্টির দুবারের চ্যাম্পিয়নরা। জবাবে ব্যাট করতে নেমে সূর্যের বিধ্বংসী ৮৩ রানের ইনিংসে ১৩ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় পান্ডিয়ার দল।
এ দিনই সিরিজ জেতার চেষ্টা হাতছাড়া হলো ওয়েস্ট ইন্ডিজের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক রোভম্যান পাওয়েল। আগে ব্যাট করতে নামা ইন্ডিজদের শুরু থেকে মূলত স্পিনের জালে আটকে রাখেন হার্দিক। তবে বড় রানের দিকেই এগচ্ছিলেন স্বাগতিকরা।
কিন্তু ১৫তম ওভারে কুলদীপ যাদবের জোড়া ধাক্কায় কিছুটা চাপে পড়েন তারা। শেষ দিকে রোভম্যান পাওয়েলের ১৯ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস ভারতকে ১৬০ রানের লক্ষ্য ছুড়ে দেয় উইন্ডিজ। ভারতের হয়ে কুলদীপ যাদব সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন। এ ছাড়া আক্সার পেটেল ও মুকেশ কুমার নিয়েছেন একটি করে উইকেট।
রান তাড়ায় শুরুতেই যশস্বীর উইকেট হারায় ভারত। কিছুক্ষণের ব্যবধানে ফেরেন শুভমন গিলও। প্রথম দুই ম্যাচের মতো ভরসা দিলেন তরুণ ব্যাটার তিলক ভার্মা। উল্টো দিকে সূর্যকুমার যাদব থাকায় ইনিংস অ্যাঙ্কর করছিলেন তিলক। পরে তিনিও বিধ্বংসী ব্যাটিং করেন। ৫১ বলে ৮৭ রান যোগ করেন সূর্য ও তিলক। দলীয় ১২১ রানে ফেরেন স্কাই। ৪৪ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংসে ফেরেন সূর্য।
চতুর্থ উইকেটে তিলকের সঙ্গে ৩১ বলে ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া। তিলক অপরাজিত থাকেন ৪৯ রানে। বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার নেন সূর্য। উইন্ডিজের হয়ে বলহাতে আলজারি জোসেফ দুটি ও ওবেইদ ম্যাককয় একটি উইকেট নেন।