বিএডিসির জন্য কানাডা থেকে ১ লাখ টন এমওপি সার কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে এক লাখ টন মিউরেট অব পটাশ (এমওপি) সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৩৪৭ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা।
কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক এ সার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৯ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান।
তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে নবম লটে ৫০ হাজার টন এমওপি সার ১৭৩ কোটি ৭১ লাখ ৬৭ হাজার ৬২৫ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া আর এক প্রস্তবের প্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডার একই প্রতিষ্ঠান থেকে ১০ম লটে ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ১৭৩ কোটি ৭১ লাখ ৬৭ হাজার ৬২৫ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সার ১০৫, চিনি ৬০, পেট্রোলের দাম বেড়েছে ৪৭ শতাংশ
অতিরিক্ত সচিব জানান, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট ১৭টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এরমধ্যে ১৬টি এজেন্ডাভুক্ত এবং একটি প্রস্তাব টেবিলে উপস্থাপন করা হয়। সবগুলো প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এরমধ্যে স্থানীয় সরকার বিভাগের ৩টি, বিদ্যুৎ বিভাগের ৩টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি, কৃষি মন্ত্রণালয়ের ২টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি, খাদ্য মন্ত্রণালয়ের ১টি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি, নৌপরিবহন মন্ত্রণালয়ের ১টি এবং সেতু বিভাগের ১টি প্রস্তাবনা ছিল।