হুন্ডি-গ্যাম্বলিং-ক্রিপ্টো ট্রেডিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি
নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে হুন্ডিকে সহজ ও ত্বরান্বিত করা হচ্ছে। এরমধ্যে রয়েছে অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেন্স এবং ক্রিপ্টো ট্রেডিং। এতে একদিকে অর্থপাচার বাড়ছে অন্যদিকে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এবার এসব অবৈধ কার্যক্রম রোধে পদক্ষেপ নিয়েছে মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। এ বিষয়ে জিরো টলারেন্সে নীতি গ্রহণ করা হয়েছে।
বিএফআইইউ’র একটি সূত্র বলছে, মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের কেন্দ্রীয় সংস্থা হিসেবে বিএফআইইউ হুন্ডি তথা অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডিংয়ের মাধ্যমে অর্থপাচার রোধসহ সব ধরনের অর্থপাচার রোধে অন্যান্য সংস্থাসমূহের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে বিএফআইইউ ইতোমধ্যে গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রেখেছে।
বিএফআইইউ প্রতিনিয়ত আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে এ বিষয়ক ইন্টেলিজেন্স সরবরাহ করছে। এ সংক্রান্ত ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, এবং ইউটিউব লিংক চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে বলা হয়েছে।
বিএফআইইউ’র এক কর্মকর্তা, চতুর্থ শিল্প বিপ্লবের যুগ এখন। এ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। আর্থিক সেক্টরে ডিজিটাল পেমেন্ট এবং স্মার্ট পেমেন্টের প্রয়োগ বেড়েছে। এর সুফল ভোগ করছে পুরো বাংলাদেশ। তবে সুফল ও সমৃদ্ধির পাশাপাশি এসব ব্যাংকিং ও পেমেন্ট সিস্টেমের অপব্যবহারও বেড়েছে। হুন্ডি, অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেন্স এবং ক্রিপ্টো ট্রেডিং প্রতিরোধে জিরো টলারেন্স সরকার। বিএফআইইউ এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
অন্যদিকে বৃহস্পতিবার অর্থপাচার রোধে বিএফআইইউ প্রধান কর্মকর্তার সভাপতিত্বে অন্য একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা বিটিআরসি, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রান্সন্যাশনাল অ্যান্ড সাইবার ক্রাইম বিভাগ ও গোয়েন্দা ও প্রাইভেট সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বিএফআইইউ প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাস অবৈধ হুন্ডি, অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডিং এর বর্তমান পরিস্থিতি তুলে ধরে সব সংস্থার একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।