আজ: সোমবার, ০২ অক্টোবর ২০২৩ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ সেপ্টেম্বর ২০২৩, রবিবার |


kidarkar

উদ্বোধন হলো বাংলাদেশ স্ট্রাটেজি সামিট


নিজস্ব প্রতিবেদক: অর্থনৈতিক স্থায়িত্ব উন্নতিকরণ’-এই প্রতিপাদ্যকে এই সামনে রেখে তৃতীয়বারের মতো বাংলাদেশের একমাত্র তথ্য ব্যবস্থাপনা প্লাটফর্ম ভেলর অব বাংলাদেশের আয়োজনে উদ্ধোধন হয়েছেবাংলাদেশ স্ট্রাটেজি সামিট।

আজ (শনিবার) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে উৎসব হলে এই সামিটের প্রথম দিনের সম্মেলনঅনুষ্ঠিত হয়। এদিন একাধিক সিরিজ আলোচনায় (প্যানেল ডিসকাশন) দেশীয় ও বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহিরা অংশ নেন। উদ্বোধনী দিনের আলোচনায় অংশ নেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। আরো উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক
রুবাবা দৌলা ও সিপিডির রিসার্চ পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম।

আলোচনার শুরুতে ভেলর অফ বাংলাদেশের চেয়ারম্যান আনিস এ খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া এদিন আরো আলোচনায় অংশ নেন মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, ইউনিলিভার কনজ্যুমারস কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলি রেজা ইফতেখার, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন এবং বার্জার পেইন্টস বাংলাদেশ
লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী প্রমুখ। আলোচকগণ মুদ্রাস্ফীতি, জ্বালানি অবকাঠামো, ফরেক্স ম্যাট্রিক্স, আরএমজি এবং ম্যানুফ্যাকচারিং, কৃষি অর্থনীতি, ব্যাংকিং ও ফাইন্যান্স, ডিজিটাল অর্থনীতি বিষয়ে আলোচনা করেন।

আগামীকাল (সোমবার) সামিটের দ্বিতীয় ও সমাপণী দিনের আলোচনায় অংশ নেবেন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম ও বিএসইসি চেয়ারম্যান শেখ শামসুদ্দিন আহমেদ সহ একাধিক দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীগণ।

উল্লেখ্য, ভেলর অব বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ স্ট্রাটেজি সামিট ২০২৩ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড দ্বারা উপস্থাপিত, সাজিদা ফাউন্ডেশন ও হেইলিবারি ভালুকা দ্বারা পরিচালিত। এবারও মিডিয়া পার্টনার হিসেবে আছে দ্য ডেইলি স্টার।


আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.