আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ সেপ্টেম্বর ২০২৩, সোমবার |

kidarkar

মার্কেন্টাইল ব্যাংকে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র প্রদর্শিত

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে চলচ্চিত্রটির প্রযোজক লিটন হায়দার ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এম.পি. এর হাতে প্রধানমন্ত্রীর স্বাক্ষর দেয়া চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রের পোস্টার তুলে দেন।

এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম, ভাইস চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম. আমানউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল, পরিচালকবৃন্দ মোঃ আব্দুল হান্নান, আলহাজ্ব মোশাররফ হোসেন, মোহাম্মদ আব্দুল আউয়াল এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি, কোম্পানি সেক্রেটারি ও মানব সম্পদ বিভাগের প্রধান আবু আসগার জি. হারুনী প্রমুখ।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.