লোকসান বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালের
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ৩১ ডিসেম্বর, ২০২২ হিসাব বছরে কর-পরবর্তী লোকসান হয়েছে ২০৬ কোটি ২৪ লাখ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ১৩৮ কোটি ৫৬ লাখ টাকা। গত এক হিসাব বছরের ব্যবধানে লোকসান বেড়েছে ৪৮ দশমিক ৮৫ শতাংশ। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভা থেকে আর্থিক প্রতিবেদন অনুমোদন করে কোম্পানিটি।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ৩১ ডিসেম্বর ২০২২ হিসাব বছরে শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১১ টাকা ৯৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৬ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯১ পয়সা।
চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কর-পরবর্তী সমন্বিত লোকসান হয়েছে ১০৩ কোটি টাকা। আগের হিসাব বছরে যা ছিল ৮০ কোটি ৬ লাখ টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৫ টাকা ৯৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৬৪ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সিদ্ধান্ত নেয়নি ইউনিয়ন ক্যাপিটাল। কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও ভেন্যু পরবর্তী সময়ে জানানো হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ অক্টোবর।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৭২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসান ২৩৯ কোটি ৯৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৭ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৪৩। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৩ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০. ৯৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৬.০৩ শতাংশ শেয়ার রয়েছে।