প্রাইম ব্যাংক এবং ওয়ান্ডার ওইমেন-এর মধ্যে চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক: প্রাইম ব্যাংক নীরা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ান্ডার ওইমেন-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ওয়ান্ডার ওইমেন যাবতীয় সুযোগ-সুবিধাসহ ২০১৭ থেকে মহিলাদের জন্য দেশে ও বিদেশে ভ্রমণের ব্যবস্থা প্রদান করে আসছে।
এই চুক্তির ফলে, প্রাইম ব্যাংকের নীরার গ্রাহকগণ গাইডেড ট্যুরে ১০% পর্যন্ত ডিসকাউন্ট, ট্রিপ বুকিংয়ে সার্ভিস চার্জে ১০% ডিসকাউন্ট, ওয়ান্ডার ওইমেন মার্চেন্ডাইজে ১০% ডিসকাউন্ট, ওয়ান্ডার ওইমেন এর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে হোটেল বুকিংয়ে ২০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন। এছাড়াও ক্রেডিট কার্ড গ্রাহকগণ ৩৬ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা পাবেন।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং ওয়ান্ডার ওইমেন-এর প্রতিষ্ঠাতা ও সিইও সাবিরা মেহরিন সাবা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় প্রাইম ব্যাংকের হেড অব অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট এন্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন এবং ওয়ান্ডার ওইমেন-এর হেড অব মার্কেটিং মাইশা করিম সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।