বিনিয়োগকারীদের হতাশ করলো দুই কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের দুই কোম্পানি বিনিয়োগকারীদের হতাশ করেছে। কোম্পানি দুটি সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২২ এর জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। এতে করে এই দুটি প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা হতাশ হয়েছে। তবে লোককসানে থাকার কারণেই কোম্পানিগুলো বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।
এই দুই কোম্পানির মধ্যে রয়েছে ফনিক্স ফাইন্যান্স লিমিটেডের এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১১.৯৫) টাকা। ২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ১৫.৮৬ টাকায়।
লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ অক্টোবর।
অপরদিকে, ফনিক্স ফাইন্যান্সের সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৮.৩৬) টাকা। ২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৯.১৮ টাকায়।
লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৭ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর।