উন্নত পুঁজিবাজার গড়বে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: স্বয়ংক্রিয়, টেকসই ও উন্নত পুঁজিবাজার গড়বে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এ লক্ষ্যে সোমবার (১১ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের গাইডলাইন অনুসরণপূর্বক সরকারের ভিশন-২০৪১ ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে’ সহায়ক হিসেবে কমিশনের ভিশন বিনির্মাণে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ স্বাক্ষর করেছে নিয়ন্ত্রক সংস্থা।
কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও নির্বাহী পরিচালকের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এছাড়াও প্রথমবারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ‘বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) নির্বাহী প্রধানদের সঙ্গেও কমিশনের চেয়ারম্যান এপিএ ২০২৩-২৪ স্বাক্ষর করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান, কমিশনার, নির্বাহী পরিচালক, ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক, সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ও বিএএসএমের মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তা এবং এপিএ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
BD stock market technology will be develop more n modernize…
But if this market is make stable n upward trend….at first clean the corrupted persons from DSc BSCS.. otherwise not possible.. bcoz they stay longtime.. contact with gambling company for commission basis..so frequently market fluctuations..
It’s proof…see.. Meeting 15 September seapearl Cox’s bazar..
Who n from where get this money!!!!
কত সালে ?
জাযাকাল্লাহ খায়ের চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তাদের আল্লাহ আপনাদেরকে ও আমাদেরকে সাহায্য করুক।
আমীন