আজ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ইং, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার |


kidarkar

উন্নত পুঁজিবাজার গড়বে বিএসইসি


নিজস্ব প্রতিবেদক: স্বয়ংক্রিয়, টেকসই ও উন্নত পুঁজিবাজার গড়বে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ লক্ষ্যে সোমবার (১১ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের গাইডলাইন অনুসরণপূর্বক সরকারের ভিশন-২০৪১ ‌‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে’ সহায়ক হিসেবে কমিশনের ভিশন বিনির্মাণে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ স্বাক্ষর করেছে নিয়ন্ত্রক সংস্থা।

কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও নির্বাহী পরিচালকের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এছাড়াও প্রথমবারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ‘বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) নির্বাহী প্রধানদের সঙ্গেও কমিশনের চেয়ারম্যান এপিএ ২০২৩-২৪ স্বাক্ষর করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান, কমিশনার, নির্বাহী পরিচালক, ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক, সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ও বিএএসএমের মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তা এবং এপিএ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


৪ উত্তর “উন্নত পুঁজিবাজার গড়বে বিএসইসি”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.