প্রাইম ব্যাংক এবং প্রাইম ব্যাংক সিকিউরিটিজের মধ্যে চুক্তি
নিজস্ব প্রতিবেদক: প্রাইম ব্যাংক সম্প্রতি প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (পিবিএসএল) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির ফলে অত্যাধুনিক অমনি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রাইমপে’র মাধ্যমে তহবিল স্থানান্তর/লেনদেনে আরও সহজ, সাশ্রয়ী, স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন এবং প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মনিরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই স্টেট-অব-দ্যা-আর্ট সল্যুশনের মাধ্যমে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ তার গ্রাহকদের উইথড্রয়াল রিকুয়েস্ট, প্রাইম ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার, বাল্ক ডিসবার্সমেন্ট, রিয়েল টাইম ইমেইল নোটিফিকেশন সহ আরো অনেক সুবিধা গ্রহণ করতে পারবে। প্রাইম ব্যাংক এপিআই কানেক্টিভিটির মাধ্যমে প্রাইম ব্যাংক সিকিউরিটিজের অ্যাকাউন্টে যেকোন অর্থ জমার তথ্য জমাদানকারীর পরিচয়সহ তৎক্ষণাত যোগান দেবে, যা কালেকশনের রিকনসিলিয়েশন সহজ করে দেবে।
এই অমনি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রাইমপে’র মাধ্যমে যেকোন ব্রোকারেজ ফার্ম সঠিক সময়ে এবং সঠিকভাবে অধিকতর দক্ষতার সাথে তাদের ট্রেডিং কার্যক্রম পরিচালনা করতে পারবে।