নিজস্ব প্রতিবেদক: আধুনিক ইসলামী ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর, ২০২৩) গ্লোবাল ইসলামী ব্যাংকের সাতটি উপশাখার উদ্বোধন করা হয়।
চট্টগ্রামের ভূজপুর ও পারুয়া হাজারিহাট, ঢাকার কাজীপাড়া ও আজমপুর, কুমিল্লার গৌরীপুর ও ইলিয়টগঞ্জ এবং গাজীপুরের মঠবাড়িতে এই সাতটি উপশাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে এই সাতটি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানিত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও ইসলামী বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করাহয়।