স্টার অ্যাডহেসিভের ইজিএম আজ
নিজস্ব প্রতিবেদক : শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ৫০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয় এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি স্টার অ্যাডহেসিভ লিমিটেডের পর্ষদ।
আজ দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ছয় বছর মেয়াদি ৫০ কোটি টাকার আনসিকিউরড, পুরোপুরি রূপান্তরযোগ্য বা অবসায়নযোগ্য বন্ড ইস্যুর করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। বন্ডটির সুদহার পরিবর্তনশীল ও অর্ধবার্ষিক ভিত্তিতে নির্ধারণ করা হবে। বন্ডটির প্রথম বছর কিস্তি পরিশোধ করতে হবে না। বন্ডের অর্থ ব্যবহার হবে ব্যবসা সম্প্রসারণ ও বিদ্যমান ব্যাংক ঋণ পরিশোধে ।
শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন চাইবে কোম্পানিটি।
এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৪ আগস্ট।