মার্কেন্টাইল ব্যাংকে মানি লন্ডারিং বিষয়ক এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত
নিজের প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র এজেন্ট ব্যাংকিং ডিভিশনের উদ্যোগে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) নোয়াখালী, লক্ষীপুর এবং চাঁদপুর অঞ্চলের এজেন্টদের নিয়ে নোয়াখালীর মাইজদীতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে এজেন্ট আউটলেটের নিয়মতান্ত্রিক পরিচালনা বিষয়ে বক্তব্য দেন ইভিপি ও হেড অব অডিট ইউনিট মোঃ এনায়েত উল্লাহ, মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে বক্তব্য দেন এসভিপি ও ডিক্যামেলকো মোঃ মোসাদ্দেক হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এসভিপি ও কুমিল্লা নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক প্রধান ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। এজেন্ট আউটলেটের ব্যবসায়িক প্রসার এবং সমৃদ্ধির ওপর আলোকপাত করেন এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং ডিভিশনের প্রধান এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট দর্পণ কান্তি রায়।
সম্মেলন শেষে অংশগ্রহণকারী এজেন্ট মালিকদের সার্টিফিকেট এবং শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাখাপ্রধানগণ ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের কর্মকর্তাবৃন্দ ।