২ থেকে এক লাফে ৫ শতাংশ সুদ চায় বিশ্বব্যাংক
নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) হলো কম সুদে নমনীয় ঋণ প্রদান বিষয়ক বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান, যার সবচেয়ে বড় গ্রাহক বাংলাদেশ। আইডিএ ঋণের সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ এবং সুদহার ১ দশমিক ২৫ শতাংশ। দুটি মিলিয়ে ২ শতাংশ হয়। অউত্তোলিত অর্থায়ন স্থিতির ওপর বছরে শূন্য দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট ফি দিতে হবে। ঋণের গ্রেস পিরিয়ড বা কিস্তি অব্যাহতি ৫ বছর। আর পরিশোধ করতে হবে ৩০ বছরে। অথচ বিশ্বব্যাংকের সুদ হার ২ থেকে এক লাফে ৫ শতাংশ হারে বৃদ্ধির প্রস্তাব করেছে বিশ্বব্যাংক।
রোববার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়েক সেক। এসময় বাংলাদেশকে ৫ শতাংশ সুদে ঋণ নেওয়ার প্রস্তাব দেন বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর।
তিনি আরও বলেন, বিশ্বব্যাংক ঋণে সুদের হার বাড়বে। সারা পৃথিবীতেই সুদের হার বাড়ছে। বিশ্বব্যাংক আমাদের এখনো স্বল্প সুদে ঋণ দিচ্ছে। নন কনসেশনাল থেকে বাংলাদেশকে ঋণ নেওয়ার প্রস্তাব দিয়েছে। তারা ঋণে ৫ শতাংশ সুদ চায়। এটা অনেক বেশি। আমরা সাধারণত ২ শতাংশ হারে ঋণ পায়। আমরা গ্রাজুয়েট হয়েছি তাই আমরা বিশ্বব্যাংকের অঙ্গভুক্ত প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) ঋণ পেতাম না।