আজ: মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩ইং, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ অক্টোবর ২০২৩, সোমবার |

kidarkar

যা থাকছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে

স্পোর্টস ডেস্ক : আগামী ৪ অক্টোবর পর্দা নামছে বিশ্বকাপের ১৩তম আসরের।যদিও আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিশ্বকাপেরবিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা সম্পর্কে কোনো প্রকাশ তথ্য দেয়নি। ভারতের গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি বেশ চমকপদ হবে।

বলিউড কিং শাহরুখ খানকে দিয়ে প্রোমো আর রণবীর সিংকে দিয়ে থিম সং– আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানান দিয়েছে ক্রিকেটে বলিউডি আবেগের মিশেল ভালোই থাকবে। স্বাভাবিকভাবে ধারণা করা যায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলিউড তারকারা। ভারতীয় গণমাধ্যমে দাবি উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের দরবারে তুলে ধরা হবে ভারতের সৌন্দর্য।

প্রত্যাশা করা হচ্ছে, বলিউডের শীর্ষস্থানীয় গায়ক-গায়িকাদের পাশাপাশি প্রখ্যাত আন্তর্জাতিক তারকারা থাকবেন অনুষ্ঠানে। এ ছাড়া ভারতীয় গণমাধ্যম আরও দাবি করেছে মাঠের লড়াই শুরুর ঘোষণার পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানটি আবেগপ্রবণ ভক্তদের শুধু মুগ্ধই করবে না ক্রিকেটীয় উত্তেজনাও বাড়িয়ে দেবে।

৪ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন আইসিসি, বিসিসিআই এবং অংশগ্রহনকারী দেশের বোর্ড কর্তারা। অনুষ্ঠানে ভারতের ঐতিহ্যেতে ফুটিয়ে তোলা হবে। থাকবে বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা।

মঞ্চ মাতাবেন ভারতের শীর্ষস্থানীয় সঙ্গীত এবং বলিউড তারকারা। সঙ্গে থাকবে জমকালো একটি লেজার শো এবং আতশবাজির রশনাই। নিজেদের এতিহ্যেকে গর্বের সঙ্গে পরিচয় করিয়ে, কুচকাওয়াজ করবে অংশগ্রহণকারী দলগুলো।

এর আগে ১০ দলের অধিনায়ক অংশ নেবেন আইসিসি ক্যাপ্টেনস ডে’তে। যেখানে বিশ্বকাপে নিজেদের লক্ষ্য এবং প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানাবেন অধিনায়কেরা। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঘোষণা করবেন প্রাণবন্ত, রোমাঞ্চকর এক টুর্নামেন্টের। পরে অংশ নেবেন অফিসিয়াল ফটোসেশনে।

ভারতীয় গণমাধ্যমে সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। বলিউড অভিনেতা রণবীর সিং থাকবেন উপস্থাপকের ভূমিকায়। বিশ্বকাপের থিম সংও ছিল তার উপস্থিতি। মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করবেন ভারতের বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে, শ্রেয়া ঘোষাল এবং শঙ্কন মহাদেবন। দলগুলোর প্যারেডের নেতৃত্ব দেবেন বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.