আজ: সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ইং, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ অক্টোবর ২০২৩, বুধবার |

kidarkar

কাকে মারতে চান পরীমণি?

বিনোদন ডেস্ক : সম্প্রতি অভিনেতা স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিকে সাক্ষাৎকার দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সাক্ষাৎকারে, তিনি একটি ওয়েব সিরিজ এবং চলচ্চিত্র চুক্তির মাধ্যমে তার ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। সোমবার (০২ অক্টোবর) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডির ফেসবুক পেজে ৩ মিনিট ১৩ সেকেন্ডের এক সাক্ষাৎকারে পরীমণির ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ উঠে এসেছে। এ সময় উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে পরীমণি বলেছেন, ‘সামনে মার খাবে একজন, খাওয়ার পর সবাই এমনি জানতে পারবে। এখন যদি বলে দিই, তাহলে সতর্ক হয়ে যাবে, আমার সামনেই পড়বে না।’

নিজের সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কোনটি? উপস্থাপিকার এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেছেন, ‘পরীমণির নাকি তিন-চারটি জামাই আছে। আগেরও দুইটা বাচ্চা আছেসহ অনেক কিছুই। যখন জেলে ছিলাম, তখন তো আমি বাইরের কিছু জানতে পারিনি। এই ২০ দিনের মধ্যে এ গুজবগুলো বেশি প্রতিষ্ঠা পেয়েছে। যে কেউ আমাকে নিয়ে কিছু একটা শুরু করে, এরপরই আমার জন্ম থেকে আজ অবধি জীবনবৃত্তান্ত তৈরি করে ফেলে, যাকে বলে বায়োগ্রাফি।’

তিনি বলেন, ‘কেউ যদি জেলে যায় এক রকম। আর আমার যেটি হয়েছে, জেলে যাওয়ার পর আমার সো কলড আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব—আমি যাদের সঙ্গে মিশেছি, তাদের ধারণা ও আর জেল থেকে বের হতে পারবে না। এটি কী ভাই! এটা কোনো কথা!’

বাস্তব জীবনে পরীমণি কি কাউকে পিটিয়েছে? উপস্থাপিকার করা এমন প্রশ্নে পরীমনি বলেন, ‘হ্যাঁ, ভীষণ, অনেক অনেক অনেক আছে এমন। সবচেয়ে মজার বিষয় হলো, ওরা মার খায়, কিছু বলে না, মার খেয়ে চুপ হয়ে থাকে।’

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.