কপাল পুড়ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
স্পোর্টস ডেস্ক : বিদেশ থেকে ৬৪ বোতল মদ নিয়ে এসেছিলেন বসুন্ধরা কিংসের ৫ ফুটবলার। যে অপরাধে এরই মধ্যে তাদেরকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বসুন্ধরা কিংস। এই ৫ ফুটবলারের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলমান।
৫ ফুটবলার এই ন্যাক্কারজনক ঘটনায় আগেরদিনই মুখ খুলেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। জাগোনিউজকে তিনি চরম হতাশার কথা জানিয়েছিলেন।
আজ (বুধবার) বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছিলো ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভা। সেখানে অনির্ধারিতভাবেই আলোচনায় উঠেছিলো ৫ ফুটবলারের মদ নিয়ে আসার প্রসঙ্গ।
মিটিং শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেন বাফুফে সভাপতি। সেখানে এক প্রশ্নের জবাবে কাজী সালাউদ্দিন জানালেন, এবার হয়তো এই ৫ ফুটবলারের জাতীয় দলের দরজাও বন্ধ হতে যাচ্ছে।
সাংবাদিকদের তিনি বলেন, ‘ভাবতেও পারছি না যে তারা এমন কাণ্ড করতে পারে। আমি মনে করি, তাদেরকে জাতীয় দলে নেয়া উচিৎ নয়। কোচের সঙ্গেও কথা হয়েছে। তিনিও সম্ভবত দলে নিচ্ছেন না এই ৫ ফুটবলারকে।’