টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে দুই দল এ বছরই মুখোমুখি হয়েছে ৪ বার। এর মধ্যে ২টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং আফগানিস্তান। সর্বশেষ পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ ৮৯ রানে হারিয়েছিলো আফগানদের।
সেই ম্যাচে জয়ের সুখস্মৃতি নিয়েই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ আজ ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে মুখোমুখি আফগানদের। এই ম্যাচেও জয় দিয়ে শুরুর করার লক্ষ্য বাংলাদেশের।
সে লক্ষ্যে টস করতে নেমে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদির বিপক্ষে জিতলেন সাকিব আল হাসান। টস জিতেই আফগানদের ব্যাট করতে পাঠালেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশ একদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও ফজল হক ফারুকী।