মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন
স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়াক্সাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
নিহতরা ভেনেজুয়েলা এবং হাইতির অভিবাসনপ্রত্যাশী বলে জানিয়েছে ওক্সাকা রাজ্যের নাগরিক সুরক্ষা সংস্থা।
তারা জানিয়েছে, বাসটি ওক্সাকা-পুয়েব্লাকে সংযোগকারী মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে।
দুর্ঘটনার বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, ওয়াক্সাকা থেকে মেক্সিকোর পুয়েব্লা প্রদেশে যাওয়ার পথে রাস্তার একটি বাঁকের মাথায় ছিটকে পড়ে বাসটি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবেশের লক্ষ্যে মেক্সিকো দিয়ে ব্যাপক হারে অভিবাসনপ্রত্যাশী আসছে। অভিবাসীরা বাস, ট্রাক বা কার্গো ট্রেনে চড়ে মেক্সিকো পার হওয়ার চেষ্টা করছেন। ফলে সেখানে দুর্ঘটনাও বেড়ে গেছে।
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ অবশ্য অভিবাসনপ্রত্যাশীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে, কিন্তু তাতে তেমন কাজ হচ্ছে না, চাপ বাড়ছেই।