ইব্রাহিমকে ফিরিয়ে স্বস্তি এনে দিলেন সাকিব
স্পোর্টস ডেস্ক : েটস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তটা কী সত্যিই ভালো হলো না খারাপ হলো- এ হিসাব-নিকাশ কষতে শুরু করে দিয়েছিলো ভক্ত-সমর্থকরা। কারণ, টস হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে উড়ন্ত সূচনাই এনে দিয়েছিলেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরান।
তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, শুরুতে উইকেট থেকে পেসাররা যে সুবিধা আদায় করতে পারবেন বলে ভেবেছিলেন অধিনায়ক সাকিব, তা কী ভুল ছিল? দুই ওপেনারের ব্যাটে ভর করে যেন শুরু থেকেই উড়তে শুরু করেছিলো আফগানরা।
শেষ পর্যন্ত কোনো পেসার নয়, শুরুতেই ব্রেক থ্রু উপহার দিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তার বলে ক্যাচ দিতে বাধ্য হলেন ইবরাহিম জাদরান। ৯ম ওভারের দ্বিতীয় বলে সুইপ শট খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে তানজিম হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে বসেন ইবরাহিম।
২৫ বলে ২২ রান করে আউট হলেন আফগান এই ওপেনার। তাদের দলীয় রান তখন ৪৭। এ রিপোর্ট লেখার সময় আফগানিস্তানের রান ৯.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৮। ২৩ রান নিয়ে রহমানুল্লাহ গুরবাজ এবং ১ রান নিয়ে ব্যাট করছেন রহমত শাহ।