এফএসআইবিএল’র টাউন হল মিটিং অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি.(এফএসআইবিএল) এর ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর অঞ্চলের শাখাসমূহে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ অক্টোবর) দিনব্যাপী এই মিটিংয়ে উপস্থিত ছিলেন ম্যানেজার, ম্যানেজার অপারেশনস ও উপশাখা ইনচার্জ।
সভায় জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত শাখাসমূহের ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং পরবর্তী সময়ের জন্য কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী সভাপতিত্ব করেন।
অন্যান্যদের মধ্যে, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক- আবদুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ, ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তরের আঞ্চলিক প্রধানগণ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন।