প্রিমিয়ার ব্যাংকের নাম পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশের তৃতীয় প্রজন্মের এবং পুরস্কারপ্রাপ্ত ব্যাংক ‘দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড’-এর নাম পরিবর্তন করে ‘দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি’ (ইংরেজিতে The Premier Bank PLC) রাখা হয়েছে।
কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক (ক) ধারার বিধান অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড’-এর নাম পরিবর্তন করে ‘দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’ করা হয়।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।