আইসিএসবি অ্যাওয়ার্ড পেল নাভানা ফার্মাসিউটিক্যালস
নিজস্ব প্রতিবেদক: কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্সের জন্য ‘আইসিএসবি জাতীয় পুরস্কার-২০২২’ এ ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল কোম্পানি বিভাগে সেরা তিন কোম্পানির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়েছিল।
শনিবার রাতে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে আইসিএসবি। কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করেছে ইনস্টিটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ এই তিনটি ক্যাটাগরিতে কোম্পানিগুলোকে পুরষ্কার প্রদান করা হয়।
আইসিএসবির নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ২০২২ সালে কোম্পানিগুলোর সাফল্যের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’।