আনসার ক্যাম্প এর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন কৈবল্যধামস্থ জায়গায় স্থাপিত আনসার ক্যাম্পটি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি মহোদয়।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে ১৯৮০ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ১২.৭৭ একর জায়গা স্থায়ী বরাদ্দ প্রদান করা হয়।
বরাদ্দপ্রাপ্ত জায়গার অনেকটুকু বেদখল থাকায় জেলা প্রশাসন চট্টগ্রাম এবং সহকারী কমিশনার ভূমি (কাট্টলি) এর সহযোগীতায় ইতোমধ্যে ডিজিটাল সার্ভে সম্পন্ন করে সীমানা খুঁটি স্থাপন করা হয়। বিএসসি পরিচালনা পর্ষদের ৩০৮ তম সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এ স্থানে একটি আনসার ক্যাম্প ও ৩টি পাহারা চৌকি চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের কারিগরি সহযোগিতায় স্থাপন করা হয়েছে। এছাড়া, জায়গাটিতে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের মাধ্যমে সীমানা প্রাচীর দেয়ার কাজটিও প্রক্রিয়াধীন রয়েছে।
এই আনসার ক্যাম্পে পিসি, এপিসিসহ সর্বমোট ২৫ জন আনসার জায়গাটির নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন।
বর্তমানে জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ দখল উচ্ছেদসহ স্থানটিতে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে আয় বর্ধক বিভিন্ন প্রকল্প গ্রহণের পরিকল্পনা বিএসসির রয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোঃ মোস্তফা কামাল মহোদয়, বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোঃ জিয়াউল হক মহোদয়, চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয়, সহকারী কমিশনার ভূমি (কাট্টলি সার্কেল), চট্টগ্রাম জেলা আনসার এর কমান্ড্যান্ট মহোদয়, চট্টগ্রাম আনসার এর জোন কমান্ডার উত্তর, বিএসসি পরিচালনা পর্ষদের সম্মানিত অন্যান্য সদস্যবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ আশরাফুল আমিন, উপ-সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন), বিএসসি, চট্টগ্রাম।